আপনারই কারণে, জীবন বাঁচবে
Covid-19 আক্রান্ত রোগীদের সহায়তা করুন। আপনি যখনই Covid-19 আক্রান্ত থেকে সুস্থ হন, তখনই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় স্বেচ্ছায় প্লাজমা (Blood Plasma) ডোনেট করতে পারেন। চিকিৎসকগণ ডোনারের শরীরের ওজন এর হিসাবে ১০ মিলিলিটার/ প্রতি কেজি প্লাজমা নিয়ে থাকেন। উদাহরণ- কোনো ব্যক্তির ওজন যদি ৫০ কেজি হয় তবে মাত্র ৫০০ মিলিলিটার প্লাজমা নেওয়া হবে। উল্লেখ্য, ডোনারের কিছু মেডিক্যাল টেস্ট-ও বিনামূল্যে করা হয়।