- প্লাজমা ব্যাংক প্লাটফর্মে দেওয়া আপনার সকল তথ্যের গোপনীয়তা
বজায়
রাখা হবে।
- নাম, ইমেইল, ফোন নম্বর কোন ভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার
করা
যাবে না।
- ঠিকানা এবং লোকেশন ডাটা (ল্যাটিচিউট এবং লংগিচিউট) বিশ্লেষণ
করে
অঞ্চলভিত্তিক প্লাজমা দাতা অনুসন্ধান করা হতে পারে।
অন্যান্য সকল তথ্য নিরাপদ এবং সুরক্ষিত থাকবে।
- প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ
করা
বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলিয়া
প্রদর্শন
করা হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারা অনুযায়ী
ব্যবস্থা
নেয়া হবে।
- যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতিরেকে অপর কোনো ব্যক্তির
পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন,
তাহলে
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
- নির্ভুল ও সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন অন্যথায় আপনার
বিরুদ্ধে
যে কোন আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।